সাত তারিখ সাতটায়, এইচ এম আলাউদ্দিন মাছরাঙা’য়

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী এইচ এম আলাউদ্দিন। অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছেন আলাউদ্দিন। স্টেজ শো’র পাশাপাশি আজকাল নিয়মিত বিভিন্ন টিভি শো’তেও দেখা যাচ্ছে তাকে।

তরুণ এই সংগীতশিল্পীকে এবার পাওয়া যাবে মাছরাঙা টিভির পর্দায়। আগামী ৭ তারিখ মঙ্গলবার সকাল ৭টায় মাছরাঙা’য় গান গাইবেন আলাউদ্দিন। ফোক গান ও কিছু আধুনিক গান নিয়ে সাজানো হয়েছে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠান।

এ বিষয়ে সংগীত শিল্পী এইচ এম আলাউদ্দিন মাল্টিনিউজটোয়েন্টিফোর কে বলেন, আশা করছি গানগুলো সব শ্রেণীর শ্রোতাদের মন কেড়ে নিবে। তাই মাল্টিনিউজটোয়েন্টিফোর এর মাধ্যমে গান পাগল সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি৷ আশা করি কেউ হতাশ হবেন না।

You might also like

Comments are closed.