সাইবার স্পেসেও আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার সাইবার স্পেসেও নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম।

রবিবার (১১ মে) সামাজিক যোগাযোগামধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ তার ফেসবুকে পোস্টে লিখেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এবার সাইবার স্পেস ব্যবহারেও দলটির ওপর নিষেধাজ্ঞার কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

You might also like

Comments are closed.