সাইফ আলী খানের নিরাপত্তায় ‘কেডি পাঠকে’র ফার্ম

ভারতীয় সিরিয়াল ‘আদালতে’ সত্যের পক্ষে লড়তে দেখা যায় কেডি পাঠক খ্যাত রনিত রায়কে। এজন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। এবার বাস্তবে সাইফ আলী খানের পাশে দাঁড়ালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রনিতের নিজস্ব সিকিউরিটি ফার্ম রয়েছে। সেখান থেকেই নিরাপত্তা দেওয়া হবে সাইফ ও তার পরিবারের সদস্যদের।

এ বিষয়ে অবশ্য বেশি কিছু জানাতে চাইছেন না রণিত। শুধু তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বললেন, ‘আমরা সাইফের সঙ্গে আছি। তিনি এখন ভালো আছেন এবং বাড়ি ফিরে এসেছেন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলী খান। হাতে ছিল ব্যান্ডেজ। স্বামীকে শক্ত করে আঁকড়ে ছিলেন কারিনা। সেখান থেকে সরাসরি তারা চলে যান বান্দ্রার ‘ফরচুন হাইটসে’।

ছোট সন্তান জেহ জন্মানোর আগে এই বাড়িতেই বাস করতেন সাইফিনা। ‘সৎগুরু শরণ’ আবাসন থেকে খানিক দূরে অবস্থিত এটি। ২০২১ সালে পর বান্দ্রার ‘সৎগুরু শরণ’ আবাসনে উঠেন এই তারকাদম্পতি।

গত সপ্তাহে সাইফের বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন এক দুর্বত্ত। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে্রে

You might also like

Comments are closed.