সহিংসতা এড়াতে সবার প্রতি ইইউর আহ্বান
সহিংসতা থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।রবিবার রাতে ইইউর নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ আহ্বান জানান।
ইইউ হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হওয়ায় আমি উদ্বিগ্ন। সব ক্ষেত্রে অবশ্যই ন্যায়বিচার হতে হবে।
ইইউ হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘আমরা সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকতে উত্সাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। এটি গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্যও সহায়ক।’

Comments are closed.