সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং উচ্চ আয়ের দেশে পরিণত হতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ এ কথা জানান।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আইএমএফের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও জোরদার করতে তিনি এখানে এসেছেন।

বৈঠক শেষে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো নজরুল ইসলাম। বাসস।

You might also like

Comments are closed.