সহযোগিতার আড়ালে ভূ-রাজনীতি করবে না চীন: মুখপাত্র
অন্য কোন দেশকে সহযোগিতার আড়ালে ভূ-রাজনীতি করবে না বলে জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সম্পর্কের উন্নয়নের উপর চীন গুরুত্ব দেয় উল্লেখ করে চীনা মুখপাত্র মাও নিং বলেন, “বড় বা ছোট সবদেশ সমান এবং দ্বীপ দেশের সার্বভৌমত্ব ও ইচ্ছাকে সম্মান জানানোর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন করা হবে।”
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর এক প্রতিবেদনে আরও বলা হয়ঃ মুখপাত্র জানিয়েছেন, চীন ও দ্বীপ দেশের সহযোগিতা হচ্ছে স্বচ্ছ ও খোলাখুলি। তাতে কোন রাজনৈতিক শর্ত থাকে না এবং তৃতীয় কোন পক্ষের বিরুদ্ধেও নয়। চীন সহযোগিতার অজুহাতে ভূ-রাজনীতি করবে না বলে উল্লেখ করেছেন মুখপাত্র।