সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছে ইসি

অনুষ্ঠানে সিইসি

সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানান, নির্বাচন কমিশন এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী নির্বাচনী দিকে এগোচ্ছে কমিশন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান শেষে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাই ইসির লক্ষ্য।

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে নাসির উদ্দীন বলেন, আইন ও সংবিধানের মধ্যে থাকতে চায় কমিশন।

মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করল তারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.