সমুদ্র সৈকতের সাম্পানে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সাম্পানে ফটোসেশন হলো ‘ চ্যাম্পিয়ন্স ট্রফি’। এই প্রথম জনসম্মুখে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রদর্শনের জন্য নয়, শুধুমাত্র ফটোসেশনের জন্য। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবনী পয়েন্টের একটি তারকামানের রেস্টুরেন্টের সাম্পানে এ ফটোসেশন করা হয়। এসময় জোরদার করা হয় নিরাপত্তা।
সরেজমিনে দেখা যায়, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও কাজ করে আইসিসির প্রতিনিধি দলের টিমের সদস্যরা। এসময় চারপাশে দূর থেকে পর্যটকরা দেখেন ট্রফিটি। কিন্তু নিরাপত্তা স্বার্থে তাদেরকে সরিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই দূর থেকে ট্রফির ছবিও তুলেন।
আয়েশা ছিদ্দিকা বলেন, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছে। তা স্বচক্ষে দেখতে পারছি। এটা দেখে গর্ববোধ করছি।
কাসুন্দি রেস্টুরেন্টের সহকারী ম্যানেজার ফজলে রাব্বী বলেন, এতো দিন টেলিভিশনের পর্দায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতাম। কিন্তু এখন চোখের সামনে দেখলাম। খুবই আনন্দ লাগছে। তার ওপর আবার আমাদের রেস্টুরেন্টে সাম্পানের ওপর রেখে ফটোসেশন হয়েছে এটাও সত্যি অনেক আনন্দের।
বিসিবিতে ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা নাজমুল বলেন, মূলত কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের অংশ হচ্ছে সাম্পান। তাই আইসিসির প্রতিনিধিদের পছন্দ অনুযায়ী প্রথমে ট্রফির ফটোসেশনে সাম্পানে রাখা হয়। সেখানে ছবি তোলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তারপর সমুদ্রের সামনে ফটোসেশন শেষে সবার জন্য উন্মুক্ত করা হয়।
এর আগে ট্রফি ট্যুরের অংশ হিসাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রাঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ট্রফিটি ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। পরিকল্পনা অনুযায়ী, বুধবার ট্রফিটি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি জনসমক্ষে উপস্থাপিত হবে।
এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর শুক্রবার (১৩ ডিসেম্বর) যাবে মিরপুর শের–ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১১টা থেকে দুপুরে ৩টা পর্যন্ত ট্রফি সেখানে অবস্থান করবে। এর মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ পর্বের ট্রফি ট্যুর।