সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র: ইরান
যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর ট্রাম্প প্রশাসন যেভাবে নৃশংসতা চালাচ্ছে তা নিন্দনীয়।
বৃহস্পতিবার তেহরানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জ্বালনি বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
রুহানি বলেন, যুক্তরাষ্ট্রে বিক্ষোভরত মানুষজনের সঙ্গে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। হোয়াইট হাউসের অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সরকারের বর্ণবাদী নীতি কৃষ্ণাঙ্গদের ওপর মারাত্মক জুলুম। এই নীতি ভুল প্রমাণিত হয়েছে। সাধারণ মার্কিনিরা এসব মেনে নেবে না।
প্রেসিডেন্ট রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিম আজারবাইজান ও বুশেহর প্রদেশে পানি বিদ্যুৎসহ বেশ কয়েকটি জ্বালানী উৎপাদন প্রকল্প উদ্বোধন করেছেন।