সপ্তাহে দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধ

সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার-এই দুই দিন বাংলাদেশ সচিবালয়ের ভেতরে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্মসচিব মো. জসীম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

You might also like

Comments are closed.