সন্তান পালনে ফিলিস্তিনি শিশুদের আদর্শ মানতে বললেন কাবার ইমাম

সন্তান লালন-পালনে মুসলিম অভিভাবকদের ফিলিস্তিনি শিশুদের আদর্শ হিসেবে মানার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদ। তিনি বলেছেন, ফিলিস্তিনের শিশুরা তাদের সাহস, দৃঢ়তা ও আত্মমর্যাদার মাধ্যমে  মুসলিম উম্মাহর জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার মসজিদুল হারামে দেওয়া খুতবায় শায়খ হুমাইদ বলেন, ফিলিস্তিনের শিশুরা তাদের কাজকর্মে প্রকৃত বীরত্বের পরিচয় দিচ্ছে। ফিলিস্তিনের শিশুরা আত্মসমর্পণ ও অপমানের পথ তারা প্রত্যাখ্যান করেছে। তারা আধুনিক ও প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত দখলদার জায়নবাদী আগ্রাসনের সামনে নিজেদের শরীর ও বুক পেতে দিয়েছে। এই দৃঢ় অবস্থানই তাদের বীরত্বের প্রকৃত প্রমাণ।

খুতবার মূল আলোচনায় তিনি নতুন প্রজন্মের সঠিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নিজেদের গৌরবময় ঐতিহ্য রক্ষায় সন্তানদের মধ্যে উচ্চতর মূল্যবোধ গড়ে তুলতে হবে, তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও আত্মমর্যাদা বপন করতে হবে।

তিনি বলেন, শিশুদের ইসলাম ও উম্মাহর মৌলিক পরিচয়ের প্রতি অনুগত রাখতে এবং নিজেদের মূল্যবোধ নিয়ে গর্ববোধ করার শিক্ষা দিতে হবে

শায়খ হুমাইদ আরও বলেন, শহীদদের রক্ত, বীরদের অবিচলতা শিশুদের ভেতর এমন ব্যক্তিত্ব ও মনোবল তৈরি করে, যা কখনো হীনমন্যতা মেনে নেয় না।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিন ও আল-কুদস চিরকাল আরব ও মুসলিম উম্মাহর হৃদয়ে অবস্থান করবে।

সূত্র : আল জাজিরা

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.