সন্তানদের নিজের গান শুনতে বাধ্য করি না: শাকিরা

জনপ্রিয় পপস্টার শাকিরা তার দুই সন্তানকে স্বাভাবিক শৈশব দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। সোমবার যুক্তরাজ্যের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ফিমেল ফাস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শাকিরা ও তার স্বামী ফুটবল তারকা জেরার্ড পিকে দুই সন্তান মিলান (৮), সাশাকে (৬) নিয়ে একসঙ্গে থাকেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে শাকিরা বলেন, ‘আমি সন্তানদের আমার গান শুনতে বাধ্য করি না। বাড়িতে আমার গান বাজানো এড়িয়ে চলার চেষ্টা করি। যতটা সম্ভব তাদের স্বাভাবিক শৈশব দেওয়ার চেষ্টা করি।’

শাকিরার কথায়, ‘এটা অস্বীকার করতে পারি না যে, আমি ও তাদের বাবা ‘পাবলিক পার্সন’। যার প্রভাব তাদের ওপরে পড়বে। তারপরেও আমরা যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করি এবং খুব সাধারণ মানুষের মতো জীবনযাপন করি।’

শাকিরা কিছুদিন আগে শিশুদের নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। যেখানে পিতা-মাতা থেকে বিচ্ছিন্ন এবং মার্কিন সীমান্তে আটক শিশুদের ওপর আলোকপাত করেছেন।

You might also like

Comments are closed.