সত্য ঘটনার অনুপ্রেরণায় ’ফেউ’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ফেউ’। বুধবার (২৯ জানুয়ারি) রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে সিরিজটি। রবিবার (২৬ জানুয়ারি) প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’ এর ট্রেলার। সেখানে দুটি সময়ের উল্লেখ পাওয়া গেছে । যার একটি ১৯৭৯ এবং অন্যটি ২০০২ সাল।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ভাষ্য, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে।’

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা–সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন তিনি। ‘ফেউ’ তারই বহিঃপ্রকাশ, যোগ করেন ধীমান।

সিরিজটি গড়ে উঠেছে মরিচঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায়।

এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শাল চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, সুনীতা দেবী চরিত্রে তাহমীনা অথৈ এবং পলাশ চরিত্রে রিজভী রিজু।

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এ ছাড়াও, ড্যানিয়েল চরিত্রে তানভীর অপূর্ব এবং সোহেল চরিত্রে হোসাইন জীবন অভিনয় করেছেন।

You might also like

Comments are closed.