‘সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় রোগী বিদেশে যায়’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘টেকনিশিয়ান পদ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অর্ধেক রোগী বিদেশে যায় দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায়। তাই শিক্ষার্থীদের অনুরোধ জানাব, তোমরা সঠিকভাবে লেখাপড়া করবে। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।’

মন্ত্রী বুধবার (১০ জুলাই) মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অর্ধেক লোক বিদেশে যায় দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে। তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আরেক জায়গায় আরেক রিপোর্ট।

এগুলো চিন্তা করেই অনেকে বিদেশে চলে যায়। আমরা যদি টেকনোলজিষ্ট শক্ত করতে পারি তাহলে আমাদের সব রোগের ট্রিটমেন্ট এখানেই সম্ভব। রিপোর্ট যদি সঠিক না হয় তাহলে সঠিক চিকিত্সা কোনো দিনই দেওয়া সম্ভব না।’
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যে দুজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দিয়েছেন তাঁদের কঠোর পরিশ্রমে স্বাস্থ্য বিভাগ ঘুরে দাঁড়াবে।

স্বাস্থ্য খাতে দুর্বলতা থাকায় অনেক মানুষকে স্বাস্থ্যসেবার জন্য বিদেশ যেতে হয়। মাননীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আন্তজার্তিক মানের শিক্ষা ব্যবস্থা পাব।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.