সচিবালয় ও যমুনার সামনে সভা-সমাবেশ-জমায়েত নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন ও এর আশেপাশে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে যমুনার পার্শ্ববর্তী এলাকা হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের কথা উল্লেখ রয়েছে।

এর আগে গত বছরের ২৫ আগস্টও এই দুটি জায়গায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি।

You might also like

Comments are closed.