বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়ে হচ্ছেনা কাজ, ফিরছেন বাড়ি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ৪ নং ভবন ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রায় ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এতে বিঘ্ন হচ্ছে দাপ্তরিক কাজ। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করলেও ভেতরে কোনো দাপ্তরিক কাজ হচ্ছে না। এতে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন৷

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয়ের চার নম্বর ভবন ছাড়া কোনো ভবনে বিদ্যুৎ সংযোগ নেই। খোলা হয়নি দপ্তর। অনেক দপ্তরে এখনও তালাবদ্ধ।

এদিকে দাপ্তরিক কাজ কর্ম বন্ধ থাকায় অনেক কর্মকর্তাদের সচিবালয় থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মচারী বলেন, আমাদের মন্ত্রণালয়ের একাংশ পুড়েছে। পুরো ভবন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসছি।

ছয় নম্বর ভবনে থাকা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মী আফসানা আক্তার বলেন, অন্য ভবনে আগুন লাগলেও আমাদের ভবনে বিদ্যুৎ না থাকায় ঢুকতে পারছি না। সেজন্য বের হয়ে আসছি।

You might also like

Comments are closed.