সংস্কারের জন্য অপেক্ষা নয়, ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় থাকবে না। কমিশনের আইনসিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের— এ বিষয়ে ইসি মন্তব্য করতে চায় না। তবে নির্বাচনকে কেন্দ্র করে যা যা করণীয়, তা নিজেদের ক্ষমতার মধ্যে থেকেই প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।’

You might also like

Comments are closed.