সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে লকডাউনে যাচ্ছে না ভারত
করোনার সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে লকডাউনে যাচ্ছে না ভারত। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন।
বিশ্বে এখন করোনা সংক্রমণের হটস্পট ভারত। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের ঊর্ধ্বে। মৃতের সংখ্যাও প্রতিদিন হাজারের গণ্ডি পেরুচ্ছে। দেশটির হাসপাতালগুলোতে ইতোমধ্যে বেড সঙ্কট চরমে। এর সঙ্গে যোগ হয়েছে করোনার রোগীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের সঙ্কট।
মোদি তার ভাষণে বলেছেন,‘করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। লড়াই অনেক দীর্ঘ। কিন্তু আমাদের পার করতে হবেই।’
টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে সস্তা টিকা উৎপাদন করছে ভারত। প্রবীণরা টিকা পাচ্ছেন, এটা লড়াইয়ে বড় শক্তি। ১৮ বছর পেরোলেই টিকা পাবেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কেন্দ্র-রাজ্যের উদ্যোগে শ্রমিকরাও টিকা পাবেন।’
অক্সিজেন সঙ্কট প্রসঙ্গে মোদি বলেন, ‘এবার করোনার সংক্রমণে দেশের অনেক জায়গায় অক্সিজেনের সঙ্কট। অক্সিজেনের সঙ্কট মেটাতে সংবেদনশীলতার সঙ্গে কাজ চলছে। কেন্দ্র, রাজ্য, বেসরকারি সংস্থা-সবাই একসঙ্গে কাজ করছে। রাজ্যে নতুন অক্সিজেন প্ল্যান্ট, এক লাখ সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ চলছে। জানুয়ারির তুলনায় দেশে ওষুধের উৎপাদন বাড়ানোর কাজ চলছে।’
লকডাউন প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বের হবেন না, এই মুহূর্তে দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে। লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র।’