শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবর অস্বীকার করলো ভারত

শ্রীলঙ্কায় চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে ভারতীয় সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে ভারত। বুধবার কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন শ্রীলঙ্কাতে নয়াদিল্লির সৈন্য পাঠানো বিষয়ক প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়ঃ শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সম্পূর্ণ সমর্থন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছে সেটিই পুনর্ব্যক্ত করেছে ভারতীয় হাইকমিশন।

প্রসঙ্গত, মঙ্গলবার শ্রীলঙ্কায় ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেন ক্ষমতাসীন দল বিজেপি’র সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক টুইটে তিনি দাবি করেন, ভারতের উচিত শ্রীলঙ্কায় সেনা পাঠানো। তার ওই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷

উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন দাবি করেছিল যে, শ্রীলঙ্কার রাজনীতিকদের আশ্রয় দেয় নি দেশটি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.