শ্রীলঙ্কাকে ২৮৫ রানে আটকাল বাংলাদেশ

জিতলেই সিরিজ, হারলেই ট্রফি হাতছাড়া-এমন সমীকরণে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

আজ প্রথমে ব্যাট করে দারুণ শুরু এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু মাদুশকা ব্যর্থ হন মাত্র ১ রানে। এরপর মেন্ডিসের ব্যাটে ভর করে এগোয় লঙ্কানরা। ১১৪ বলের ইনিংসে ১৮টি চার হাঁকিয়ে ১২৪ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন কুশাল মেন্ডিস। অধিনায়ক আসালাঙ্কাও সঙ্গ দেন ৬৮ বলে ৫৮ রান করে।

দলটি যখন ৩০০ পেরিয়ে যাওয়ার পথে, তখন টাইগার বোলাররা ঘুরে দাঁড়ান। তাসকিন, মিরাজ, তানজিম, তানভীর ও শামীম-সবার মিলিত প্রচেষ্টায় একসময় বিপদে পড়ে শ্রীলঙ্কা। শেষদিকে হাসারাঙ্গা ও চামিরার চেষ্টায় ৫০ ওভারে তারা স্কোরবোর্ডে তোলে ৭ উইকেটে ২৮৫ রান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনই ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

এই রান তাড়াটা সহজ নয়। বাংলাদেশ যদি জিততে চায়, তবে গড়তে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০২৩ বিশ্বকাপে তারা সর্বোচ্চ ২৮০ রান তাড়া করে জয় পেয়েছিল লঙ্কানদের বিপক্ষে।

এই ম্যাচটি শুধু সিরিজ নয়, ভবিষ্যতের আত্মবিশ্বাস গড়ারও বড় এক মঞ্চ। আগের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে জয় পাওয়া বাংলাদেশ কি এবার ব্যাটিংয়ে ইতিহাস গড়তে পারবে?

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসাল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়েলালাগে ৬, হাসারাঙ্গা ১৮*, চামিরা ১০*; তাসকিন ১০-০-৫১-২, তানজিম ৬-০-৪১-২, তানভির ১০-০-৬১-১, মুস্তাফিজ ১০-০-৫২-০, মিরাজ ১০-০-৪৮-২, শামীম ৪-০-৩০-১)

You might also like

Comments are closed.