শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
টানা দুই জয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সমান দুই ম্যাচ জেতায় শ্রীলঙ্কান যুবারাও ছিল গ্রুপ সেরার লড়াইয়ে। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানদের কোনো পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। ৩৯ রানের জয়ে অপরাজিত দল হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল আজিজুল হাকিম তামিমের দল।
বুধবার (১৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশের যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার জাওয়াদ আবরার। জবাবে ৪৯.১ ওভারে ১৮১ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। লাল সবুজদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।
নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। তাই বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে এ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে। আর লঙ্কান যুবারা খেলবে‘এ’ গ্রুপের অপরাজিত দল ভারতের বিপক্ষে। দুবাইয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) হবে দুই সেমিফাইনাল। এরপর ২১ ডিসেম্বর ফাইনালে মাঠে নামবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.