শ্রাবন্তীর জিম!

প্রথমে রাজীব, তারপর কিষণ, তারপর রোশন৷ এখনও পর্যন্ত জীবনে তিনজন পুরুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন অভিনেত্রী। কানাঘুষো শোনা যাচ্ছে নিজের দাম্পত্য সম্পর্কের অবনতি নিয়ে নাকি মুখও খুলেছেন রোশন। যদিও অভিনেত্রী এ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আর কোনও ছবি নেই তার। এই পরিস্থিতিতেই ছেলে অভিমন্যু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা বর্তমানে সুপার ভাইরাল। ম্যাসেজে থাকা চমক নিয়ে চলছে জোর আলোচনা।

তারই মাঝে এবার জীবনের নতুন ইনিংসের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। তাতে ‘ফিটনেস এম্পায়ার’ জিম খোলার কথা উল্লেখ করেন তিনি। অনেকেই বলছেন, একসঙ্গে জিম খোলার স্বপ্ন নাকি দেখেছিলেন রোশনও। তবে বর্তমানে স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই। কিন্তু সেই পথচলায় ধারে কাছে নেই রোশন। কমপক্ষে সোশ্যাল মিডিয়ার পোস্টে তাই দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন জিমের পরেই নাকি জীবনেও নতুন কোনও সিদ্ধান্ত নিতেই পারেন শ্রাবন্তী। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

You might also like

Comments are closed.