শৌচাগারে ২ মিনিটের বেশি থাকলেই জরিমানা!

প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই কর্মীদের জন্য কিছু নিয়মনীতি তৈরি করে থাকে। পছন্দ হোক আর না হোক কর্মীদের সেই নিয়ম মেনে চলতে হয়। তবে চীনা একটি প্রতিষ্ঠান কর্মীদের এমন এক কঠিন নিয়ম বেঁধে দিয়েছে যা মানা অনেকের জন্য কষ্টসাধ্য!

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংডং প্রদেশে ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ কর্মীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টয়লেট ব্যবহারের নির্দেশিকা জারি করেছে।

এতে বলা হয়েছে, দুই মিনিটের বেশি শৌচাগারে সময় কাটাতে পারবেন না কর্মীরা। পায়খানা হোক বা প্রস্রাব করতে যাওয়া হোক দুই মিনিটের বেশি সেখানে সময় কাটালেই জরিমান গুনতে হবে কর্মচারীদের।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীরা সকাল ৮টার আগে, সকাল ১০.৩০ থেকে ১০.৪০, দুপুর ১২টা থেকে ১.৩০, বিকাল ৩.৩০ থেকে ৩.৪০ এবং বিকাল ৫.৩০ থেকে ৬টা এই সময়তে শৌচাগার ব্যবহার করতে পারবেন। তবে যেসব কর্মচারীর নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তারা হিউম্যান রিসোর্সের (এইআর) অনুমতি নিয়ে যেকোনো সময় যেতে পারেন।

কেউ  আর এই নিয়ম ভাঙলে ১০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০০ টাকা) জরিমানা দিতে হবে। আগামী ১ মার্চ থেকে কর্মচারীদের জন্য এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে নতুন এই পন্থা প্রাচীন চীনা চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির ওই নতুন শৌচাগার বিরতি নীতি ঘোষণা করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেওয়া হয়েছে।

এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে গুয়াংডং ইয়ু ল ফার্মের আইনজীবী চেন শিক্সিং জানিয়েছেন,  ‘এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্যের ক্ষতি করে। সেইসঙ্গে শ্রম আইনকেও ভেঙে এটি তৈরি হয়েছে।’ তবে বিতর্ক স্বত্বেও এই নিয়ম আদৌ কোম্পানির তরফ থেকে বাতিল হবে কিনা তা এখন স্পষ্ট নয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.