শৈশবে দেয়া বিসিজি টিকা করোনা রুখতে সক্ষম!

করোনার গবেষণায় আরো এক নতুন তথ্য হাতে পেলেন মার্কিন বিজ্ঞানীরা৷ যুক্তরাষ্ট্রে হওয়া একটি গবেষণায় দাবি করা হয়েছে, বিসিজি প্রতিষেধক করোনায় সংক্রমণের গতি অনেকটাই কমিয়ে দেয়৷ অন্তত প্রথম ৩০ দিনে তা সম্ভব৷ যক্ষ্মা সহ অন্যান্য সংক্রমক রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর জন্মের ১৫ দিনের মধ্যে তাদের বিসিজি টিকা দেওয়া হয়। এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় শিশুদের এই টিকা দেওয়া বাধ্যতামূলক।

সায়েন্স অ্যাডভান্স’ নামে একটি মেডিক্যাল জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে৷ গবেষণায় বলা হয়, যে দেশগুলোতে বিসিজি টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, সেই দেশগুলোতে করোনা হানা দেওয়ার পর অন্তত প্রথম ২০ দিন সংক্রমণ এবং মৃত্যুর হার কম থাকে৷ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে গত ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৪৬৭ জনের মৃত্যু হয়৷ গবেষকরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে যদি কয়েক দশক আগেই বিসিজি টিকা নেওয়া বাধ্যতামূলক থাকত, তাহলে সেই সংখ্যাটা কমে ৪৬৮-এর আশেপাশে থাকতে পারত৷

করোনার বিরুদ্ধে বিসিজি প্রতিষেধক কার্যকরী কি না তা নিয়ে করা গবেষণায় ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রথম ৩০ দিনে ১৩৫টি দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং ১৩৪টি দেশে দৈনিক মৃতের সংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে৷ তা থেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা৷ তবে করোনা রুখতে বিসিজি-কে যে ‘ম্যাজিক বুলেট’ বলা যায় না, তাও স্পষ্ট করে দিয়েছেন গবেষকরা৷

You might also like

Leave A Reply

Your email address will not be published.