‘শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন মার্চেই’

চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি জানান, এরপর এক থেকে দেড় মাসের মধ্যে বিচারকাজ শুরু হবে।

শনিবার (১ মার্চ) সকালে সিলেটের পিটিআই মিলনায়তনে এ কর্মশালা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

এসময় চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইন্টারপোলর মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এর আগে, সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালা হয়।

দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানসহ বিচার বিভাগ, সিলেট বিভাগের পুলিশ, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.