শেওড়াপাড়ায় জোড়া খুন: মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় বাসার সিসি ক্যামেরায় দেখা যাওয়া অপরিচিত এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। ওই ব্যক্তির মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরা ছিল। তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত শুক্রবার (৯ মে) পশ্চিম শেওড়াপাড়ার বাসার দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এতে দেখা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে নীল রঙের জিন্স প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান।

You might also like

Comments are closed.