‘শুভ বড়দিন’ কাল, নিষিদ্ধ আতশবাজি

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘শুভ বড়দিন’ আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) দিনটি ঘিরে, রাজধানীসহ সারাদেশের গীর্জাগুলোতে এখন সাজ সাজ রব। বড় বড় হোটেলগুলোও সেজে উঠেছে আলোকসজ্জায়। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের প্রস্তুতি নিয়েছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

প্রেম আর ভ্রাতৃত্ব। এই মূলমন্ত্র পৃথিবীতে ছড়িয়ে দিতেই প্রভু যিশুর জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের সঙ্গে তাঁদের পুনর্মিলন ঘটাবেন, আর সারা বিশ্বে ছড়িয়ে দিবেন শান্তির বার্তা। তাইতো তারা সারাবছর ধরে অপেক্ষায় থাকেন ঈশ্বর পুত্রের আগমনি দিনের।

এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ গির্জা বরিশালের অক্সফোর্ড মিশনের গির্জা

তেজগাঁও চার্চের ফাদার জয়ন্ত এস. গমেজ বলেন, ‘তিনি জগৎকে শান্তি দিতে জন্ম নিয়েছেন। যাতে বিশ্বের মানুষের মাঝে হানাহানি বন্ধ হয়। আমরা পরস্পরকে গ্রহণ করি।’

শুধু চার্চ নয়, বড়দিন উপলক্ষে চার্চের সামনের দোকানগুলোতেও সাজসাজ বর। জমে উঠেছে বেচাকেনা। তবে গতবছরের চেয়ে এবার বিক্রি কিছুটা কম।

বাসিন্দাদের একজন বলেন, ‘জিনিসপত্রের অনেক দাম। একটু বাহির থেকে আনতে হয়। সবার জন্যই সমস্যা।’

দোকানিদের একজন বলেন, ‘দশ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে খুব ভালো বেচা কেনা হয়।’

বড়দিন উপলক্ষে এবারেও রাজধানীর তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। ঢাকার ২টি তারকা হোটেল গতকাল পর্যন্ত বড়দিনের কেকের প্রি-অর্ডার পেয়েছে ৯০০ কেজির বেশি। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই অর্ডার ১৫০০ কেজি ছাড়িয়ে যাওয়ার আশা করছে হোটেল কর্তৃপক্ষ।

এদিকে, বড়দিনে আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। এই অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.