শুক্রবার বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ উপ-পরিচালক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসটিতে জানানো হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ১৫৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল মাদারীপুরে, ২১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ অধিদপ্তরের এক সমুদ্র সতর্কবার্তায় জানানো হয়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

You might also like

Comments are closed.