শিশুর ভালো চোখে অস্ত্রোপচার: গ্রেপ্তার সেই চিকিৎসক

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে ১৮ মাস বয়সী শিশুর ভালো চোখে অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান একটি মামলা করেছেন।

মাহমুদ হাসান জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ইরতিজার চোখের সমস্যা নিয়ে তারা বাংলাদেশ আই হসপিটালে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে তার অস্ত্রোপচার করেন শাহেদারা বেগম। তবে সেখান থেকে বের করার পর তারা দেখতে পান বাম চোখের জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে ডান চোখে। তখন বিষয়টি শাহেদারাকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ইরতিজার বাম চোখে অস্ত্রোপচার করেন।

মাহমুদ হাসান আরও জানান, ড. শাহেদারা বেগম ভুল চিকিৎসার বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও তা নথিভুক্ত করেননি। পরে তিনি ও তার সহকর্মীরা কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান।

You might also like

Comments are closed.