শিগগিরই ঢাকা সফরে আগ্রহী সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি ওই আগ্রহের কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি যুবরাজ সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

তিনি জানান, প্রায় ২৮ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

You might also like

Comments are closed.