শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন একাডেমি সার্ভিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার নামেও পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক। তিনি মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি।
অধ্যাপক আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।