শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট, আহত ১৬

শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবির পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট-সংলগ্ন রোডে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের ছাত্ররা দুই দিনে অবস্থান নিয়েছেন। ক্যাম্পাসের বাইরেও উত্তেজনা দেখা দিয়েছে

You might also like

Leave A Reply

Your email address will not be published.