শাহবাগ ছাড়ল ছাত্রদল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের দেড় ঘণ্টা পর দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে সরে গেছেন দলটির নেতকর্মীরা। ফলে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। পরে বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এর আগে, এদিন দুপুরে সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা অনুষদ হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।

এর আগে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।

You might also like

Comments are closed.