শামীমের ঝোড়ো ইনিংসের পরও হারল চিটাগাং
খুলনা টাইগার্সের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝে একাই হাল ধরেন শামীম হোসেন। ক্রিজ আঁকড়ে ধরে খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। কিন্তু তারপরও চিটাগাং কিংসকে জেতাতে ব্যর্থ হন তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০৪ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে চিটাগাং। ৭৮ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন শামীম। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন আবু হায়দার।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ বলেই ১৫ রান পেয়েছিল চিটাগাং। ওশান থোমাসের একের পর এক নো বলে চার-ছক্কা হাঁকিয়ে এ রান এনে দিয়েছিলেন নাঈম ইসলাম। এরপর অবশ্য তিনি আর ক্রিজে থাকতে পারেননি। ওভারের পঞ্চম বৈধ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। ৯ বলে ১২ রানে থামে তার ইনিংস।
এরপর পারভেজ হোসেন ইমন (১৩), উসমান খান (১৮) ও অধিনায়ক মোহাম্মদ মিথুন (৬) পাওয়ার প্লের মধ্যে আউট হলে চাপে পড়ে চিটাগাং। দলের হাল ধরেন শামীম। চার-ছক্কার ফুলঝুরিতে ভয় ধরিয়ে দেন খুলনা শিবিরে। যদিও যোগ্য সঙ্গীর অভাবে তিনি ম্যাচটি আর নিজেদের করে নিতে পারেননি। ১৯তম ওভারে গিয়ে আউট হন ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলে। ৩৮ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো চিল ৭ চার ও ৫ ছক্কায়। চিটাগাং হারে ৩৭ রানে।

Comments are closed.