শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে দীর্ঘ তিন বছর পর শুক্রবার (১৬ মে) প্রথমবার সরাসরি আলোচনায় বসেন দু’দেশের প্রতিনিধিরা। এই আলোচনার মধ্যেই ইউক্রেনে একটি বেসামরিক বাসে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন। সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে যে শনিবার (১৭ মে) সকালে বিলোপিলিয়া শহরে আরও চারজন আহত হয়েছেন। চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মী এবং পুলিশ এখন ঘটনাস্থলে কাজ করছে।

টেলিগ্রামে একটি পোস্টে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, “বিলোপিলিয়ার কাছে একটি শত্রু ড্রোন একটি যাত্রীবাহী বাসে আঘাত করে। এতে নয়জন নিহত এবং চারজন আহত হয়েছে।” ওই বাসটি আঞ্চলিক রাজধানী সুমির দিকে যাচ্ছিল।

একটি ভিডিও বার্তায় সুমি আঞ্চলিক প্রধান ওলেহ হ্রাইহোরভ রাশিয়ার আক্রমণকে “অমানবিক” বলে বর্ণনা করেছেন। প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে শনিবার স্থানীয় সময় সকাল ০৬টা ১৭ মিনিটে রাশিয়ার ল্যানসেট ড্রোন বাসটিকে আঘাত করেছে। তবে রাশিয়ান সেনাবাহিনী এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এর আগে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই ঘণ্টার কম সময়ের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়া। তবে উভয় দেশ এক হাজার করে যু্দ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই ঘণ্টার কম সময়ের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুইটি। তবে উভয় দেশ এক হাজার করে যু্দ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে।

– বিবিসি

You might also like

Comments are closed.