শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে চেয়েছি : তানজিন তিশা
কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রে অভিনয় করছেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। অনেকেই বলছিলেন চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন। তবে তিশা বলছেন ভিন্ন কথা। জানালেন, বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমা ছেড়ে দিতে হয়েছে তাকে।
তিশা বললেন, দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। তা ছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। চেয়েছি, শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি।
এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে-বলে টাইমিং না হওয়া! অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছেন তিশা!
তানজিন তিশা বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল।
কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”
এই অভিনেত্রী বলেন, “কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি।
তারা আমার সাথে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সব সময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সাথে আলোচনা করে লিখুক।”
এরই মধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এত দিন অন্যান্য শিল্পীর সাথে শুটিং করলেও ১১ অক্টোবর শাকিব খানের সাথে শুটিং করবেন অভিনেত্রী।

শাকিব-তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশ প্রেমের অন্য এক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষে সিনেমা অথবা আগামী বছর দুই ঈদ ছাড়া যেকোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।

Comments are closed.