শহীদদের কবর জিয়ারতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু
রাজধানীর রায়েরবাজারে গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে সংগঠনের নেতারা রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক (ঢাকা বিশ্ববিদ্যালয়) আব্দুল কাদের বলেন, যে উদ্দেশ্য জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবতায়ই নতুন সংগঠনের মূল লক্ষ্য।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান জানান, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করাসহ যে কোন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।