শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো সোনা নিয়ে শাহজালালে গ্রেপ্তার যাত্রী

শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো এক কেজি ২২ গ্রাম এবং ব্যাগের ভেতর চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

আটক ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। গতকাল  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীরের ভাষ্য মতে, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০২২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরো চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকার।

জব্দ সোনার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.