শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র শবে কদর আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত এই বিশেষ রজনী। লাইলাতুল কদরের রাত ঘিরে রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় বেড়েছে। আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশায় রাতভর ইবাদতের নিয়াতে মসজিদে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকেই বায়তুল মোকাররম, ইস্কাটন মসজিদ, বেইলি রোড, পুরান ঢাকার বেশ কয়েকটি মসজিদে এমন চিত্র দেখা গেছে। কেউ দলবেঁধে কেউবা সন্তানের হাত ধরে মসজিদে যাচ্ছেন।

সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছেলেকে নিয়ে আসেন রাশেদুল ইসলাম। তিনি বলেন, শ্রেষ্ঠ এই রাজনীতে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাইব। একইসঙ্গে আল্লাহর কাছে রহমত বরকত চাইব।

বায়তুল মোকাররম মসজিদে দেখা যায়, মসজিদের উত্তর- দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছেন মুসল্লিরা। শবে কদরের রাত হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মুসল্লিদের ভিড় আজ অনেক বেশি। মসজিদের প্রবেশ ও বের হওয়ার সময় অনেককে সেখানে থাকা ফকির-মিসকিনদের দান করতে দেখা গেছে।

মুসল্লিরা জানান, নাজাতের আশায় আজ মহান আল্লাহর দরবারে দোয়া করবেন তারা। তারাবি শেষ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাসায় ফিরবেন। কেউবা গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগি করার নিয়াতে এসেছেন।

বাসায় ইফতার করে সন্ধ্যার পরেই জাতীয় মসজিদে এসেছেন বেসরকারি চাকরিজীবী আলী হোসেন। তিনি বলেন, বাসা পাশে হওয়ায় বেশিরভাগ সময় জাতীয় মসজিদেই নামাজ আদায় করি। আজ বিশেষ দিন। তাই নামাজ শেষে বিশেষ ইবাদত করব। এজন্য সন্ধ্যার পরই চলে এসেছি।

বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মসজিদগুলোতে নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.