শখে মুগ্ধ দর্শক
একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। কখনো নাটকের শুটিং, কখনো বিজ্ঞাপনচিত্র বা নাচের অনুষ্ঠান—সব মিলিয়েই তার দিন কাটছে কর্মব্যস্ততায়। সংসারজীবনও সামলাচ্ছেন সমানতালে।
সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হয়েছে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। কায়সার আহমেদের নির্দেশনায় নির্মিত এ ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ‘রিয়া’তে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে নাটকের ২২টি পর্ব প্রচার হয়েছে এবং শুরু থেকেই দর্শকের সাড়া পাচ্ছেন শখ। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভি এবং প্রচারের পর দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
‘রূপনগর’ নাটকের গল্প আবর্তিত হয়েছে দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ঘিরে। একসময় তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এখন চরম শত্রু। গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে সবাই নিজের রূপ আড়াল করে রাখে নানা ভান ও তামাশার আড়ালে। শখ জানান, গল্পটা টিভির পর্দায় এরই মধ্যে জমে উঠেছে এবং সামনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। নাটকটির রচয়িতা লিটু সাখাওয়াত। এতে শখ ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, সুব্রত, ড. নাজনীন হাসান চুমকি, আ খ ম হাসান, শ্যামল মাওলা, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
এ ছাড়া একই পরিচালকের ‘অচিনপুর’ ধারাবাহিকেও অভিনয় করছেন শখ। কিছুদিন আগে তিনি জাতীয় নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে বিচারক ছিলেন নুসরাত জান্নাত রুহী ও ইয়াসমিন লাবণ্য।
শখের মিডিয়ায় পথচলা শুরু শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। দীর্ঘ অভিনয় জীবনে বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তবে সিনেমায় অভিনয় করেছেন মাত্র দুটি। প্রয়াত এমবি মানিকের ‘বলো না তুমি আমার’-এ শাকিব খানের বিপরীতে এবং সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’তে। ‘বলো না তুমি আমার’ সিনেমার গান ‘তোমার চোখে দেখি আমার এ পৃথিবী…’ পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। সব মিলিয়ে শখ এখন আবারও টেলিভিশন নাটক ও শোয়ে নিয়মিত হয়ে দর্শককে মুগ্ধ করছেন।

Comments are closed.