লুই ভিতোঁর অটোরিকশা ডিজাইনের ব্যাগ

ফ্যাশনপ্রিয় নারীদের কথা মাথায় রেখে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘লুই ভিতোঁ’ এবার বাজারে এনেছে এক অভিনব ডিজাইনের ব্যাগ। যেটি দেখতে অটোরিকশার মতো!

চলতি বছরের স্প্রিং সামার কালেকশনে নতুন এই ব্যাগটি সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। দেখতে একেবারে অটোরিকশার আদলে তৈরি এই ব্যাগটির রঙ ও টেক্সচার রাখা হয়েছে ব্র্যান্ডটির স্বাক্ষর ‘মোনোগ্রাম’ লেদারের মতো। হ্যান্ডব্যাগটি পুরোপুরি তৈরি হয়েছে প্রিমিয়াম চামড়ায়।

তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর মূল্য ৩৫ লাখ টাকা!

এদিকে ব্যাগটি বাজারে আসতেই তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা কি কেউ সত্যিই কিনবে?’ আরেকজন লিখেছেন, ‘লোকাল কারিগরদের দিয়ে যদি এমন কিছু বানানো যেত, হয়তো অনেক কম দামে হতো!’ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘যে যানটি মধ্যবিত্তের নিত্যদিনের সঙ্গী, সেটিকে বিলাসবহুল করে তুলে যেন তাদের কষ্টটাকেই হাস্যকর করে দেওয়া হয়েছে।’

You might also like

Comments are closed.