লিভারপুল ছেড়ে বায়ার্নে কলম্বিয়ান তারকা
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই চুক্তির মূল্য বোনাসসহ ৭৫ মিলিয়ন ইউরো। ২৮ বছর বয়সী এই তারকা ২০২৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আনফিল্ডে থাকার সময় দিয়াজ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। গত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল করে লিভারপুলকে ২০তম ইংলিশ লিগ শিরোপা জেতাতে সহায়তা করেন।
বায়ার্নের সিইও ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন বলেন, ‘লুইস দিয়াজ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা লেফট উইঙ্গার। তিনি প্রতিটি ক্লাবেই শিরোপা জিতেছেন, তার অভিজ্ঞতা ও মান আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
দিয়াজ যোগ দিয়ে জানান, ‘বায়ার্ন বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমার লক্ষ্য প্রতিটি শিরোপা জেতা, আর আমরা দল হিসেবে সেটার জন্য প্রতিদিন কাজ করব।’

Comments are closed.