লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লোর দল

শুরুর বিবর্ণতা ঝেড়ে জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা,দারুণ পারফরম্যান্স উপহার দিল রেয়াল মাদ্রিদ। জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। শেষ বাঁশি বাজার পর অবশ্য মাঠে নামেন তিনি। ধারণা করা হচ্ছে, গুরুতর নয় তার চোট। আগের ১১ ম্যাচের পাঁচটিতেই হার, রেয়াল ও কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল অনেক। এই জয় তাদের জন্য তাই বড় স্বস্তির।

লিগে গত রাউন্ডে আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

প্রথম আধা ঘন্টায় একটু পরপরই রেয়ালের রক্ষণে ভীতি ছড়ায় জিরোনা। ত্রয়োদশ মিনিটে ব্রায়ান হিলের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২৮তম মিনিটে ডনি ফন ডি বিকের শট ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায়।

এই সময়ে রেয়াল সুযোগই তৈরি করতে পারেনি সেভাবে। ৩৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে তারা। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৩৬তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম।

You might also like

Leave A Reply

Your email address will not be published.