লালমনিরহাটে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলীকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।

মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে মেহের আলী ওই স্কুলছাত্রীকে একটি তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দেন।

ওসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.