লস অ্যাঞ্জেলেস দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর। শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ইটন দাবানলে ১১ জন এবং প্যালিসেডস দাবানলে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

ফক্স ওয়েদার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাসলাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ও তদন্তকারীরা।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর চেষ্টার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হয়। এ ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ‘কীভাবে পানির ঘাটতি অগ্নিনির্বাপণের প্রচেষ্টাকে ব্যাহত করছে’ তা তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে আশার কথা হলো- নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল। একই সঙ্গে গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে। বাতাস কমায় দাবানলের বড় দুটি জায়গার আগুন শুক্রবার নিয়ন্ত্রণ আসতে শুরু করে।

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস বলেছে, শনিবারের আগ পর্যন্ত বড় দুই দাবানল প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

You might also like

Comments are closed.