লন্ডনে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ‍্যের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। বুধবার ( ৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুবুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা।

যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে জানা যায়। কিছুদিন চিকিৎসার পর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়ার কথা রয়েছে।

এর আগ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন।

মঙ্গলবার রাত ৮টার কিছু সময় পর তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেসময় তার গাড়িবহরের পাশে ছিল নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।

দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.