লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া, দেশে ফিরবেন এপ্রিলের মাঝামাঝি

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এখন আগের চেয়ে ভালো। তিনি এবার লন্ডনে ঈদ উদযাপন করবেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে আগামী এপ্রিল মাসের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এ কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এম এ মালেক বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

তিনি বলেন, ‘ডাক্তাররাও সে অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই এক দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।’

লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিদেশে চিকিৎসার সুযোগ হয়।

বর্তমানে লন্ডনে পা‌রিবা‌রিক পরিবেশে সন্তান, দুই পুত্রবধূ ও নাত‌নি‌দের কাছে পেয়ে মান‌সিকভা‌বে ভালো থাকায় তার শারী‌রিক অবস্থাও ভালো আছে, স্থি‌তিশীল আছে। ছেলে তারেক রহমানের কিংস্টনের বাড়ি‌র নিচতলাতেই থাকছেন তি‌নি।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এম এ মালেক স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয় তো তিনি দেশে ফিরবেন। একসঙ্গে দুইজন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি।’

লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.