লজ্জায় শেষ পিএসজি

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস ক্লাব পিএসজির।

রেনের হয়ে প্রথম গোল করেন কার্ল টোকো একাম্বি। পরে ব্যবধান বাড়ান আহনু কালিমেন্দু।

আর ঘরের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।

আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ।

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।

You might also like

Comments are closed.