লঙ্কানদের হেসেখেলে হারালো নিউজিল্যান্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইয়াংয়ের অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। রবিবার (৫ জানুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ২৩ ওভার ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কিউইরা।

টসে হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা। ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডি ও আসালঙ্কা। পঞ্চম উইকেটে লিয়ানাগেকে নিয়ে ৮৭ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্ডো।

৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ৫৬ রান করা ফার্নান্ডোও। এরপর বিক্রমাসিংহে ও হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৪৮ রানের জুটি। এই দুই ব্যাটারের সাজঘরে ফেরার পর ৪৩.৪ ওভারে ১৭৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ১৯ রানে ৪ উইকেট তুলে নেন কিউই পেসার ম্যাট হেনরি।

১৯ রানে ৪ উইকেট তুলে নেন কিউই পেসার ম্যাট হেনরি

জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানের জুটি গড়েন উইল ইয়ং ও রাচি রাবিন্দ্রা। ৩৬ বলে ৪৫ রান করে ফেরেন রাবিন্দ্রা। এরপর কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেন ইয়াং ও চ্যাপম্যান। ৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়ং।

১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে ম্যাট হেনরির হাতে।

উল্লেখ্য, আগামী বুধবার হ্যামিল্টনের স্যাডন পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.