রোহিত থেকে শুভমন, প্রায় দু’বছর ধরে টসে পরাজয়ের ধারা থামছেই না ভারতের

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু। এখনও ফেরেনি ভারতের টসভাগ্য। ম্যাচের ফলাফলে পরিবর্তন এলেও টসে জয় পাচ্ছে না শুভমন গিলের দল। প্রায় দু’বছর ধরে প্রতিপক্ষের ইচ্ছানুযায়ী নামতে হচ্ছে ব্যাটিংয়ে অথবা ফিল্ডিংয়ে।

এর মধ্যে পরিবর্তন হয়েছে অধিনায়ক ক্যাপ। রোহিত শর্মা থেকেশুভমন গিল। কিন্তু টসের ছবিটা সেই একই। সিডনিতেও টস হেরেছেন শুভমন। চলতি সিরিজের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি।

এর আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি এক দিনের ম্যাচেও টস জিততে পারেনি ভারত।

এতে আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত করছে ভারতীয় অধিনায়করা।

তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয়। গত ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে।

You might also like

Comments are closed.